Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ঐতিহ্যবাহী স্কুল ও মাজার শরীফ
Details

১। ঐতিহ্যবাহী স্কুলঃ- বিগত ১৯৬৭ ইং সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ও পলীলবন্ধু পাঠাগারের যৌথ প্রচেষ্টায় এহেন নিভৃত পল্লীতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।পল্লীবন্ধু পাঠাগারের ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় বিদ্যালয়টি ধীরে ধীরে পুর্নতা লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত ও অত্র এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত।

 

২। মাজার শরীফঃ- উক্ত মাজারটি প্রায় ১০০ বছর আগে এই মাজার জামালপুর এলাকায় একজন খাঁ সাহেব নামে অলিআওলিয়া  আগমন করেন। তিনি  এখানে সারাজীবন মানুষের মধ্যে ইসলাম ধর্ম প্রচার প্রচারনা করেন। তিনি মৃতু বরন করার পর তাহাকে কবর দেয়া হয় বলে উক্ত জায়গাটির নাম খাঁ সাহেব মাজার বলা হয়